CAA বিরোধী আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্লোগান ” ক্যা ক্যা ছি ছি” আপাতত নেটচর্চার শীর্ষে। তিনি বলেছিলেন,” কা কা”, বাকিরা বলছে “ছি ছি”। মমতা বলেছেন “ক্যা ক্যা”, জনতা বলেছে “ছি ছি”। ভিডিও ভাইরাল। কেউ সমর্থনে, কেউ কটাক্ষে।
তৃণমূলশিবিরের মতে, CAA কে সংক্ষেপে মানুষের মুখে মুখে ছড়িয়ে দিয়েছেন মমতা। মানুষের মন বুঝে শ্লোগান তৈরি করতে তাঁর জুড়ি নেই।
অন্য শিবিরের মতে, মমতার কথায় বিষয়টি লঘু হয়ে গেছে। এনিয়ে মস্করা ঘুরছে। নানা মিম্ তৈরি হয়ে গেছে। এভাবে এটি উপস্থাপনা ঠিক হয় নি।
কিন্তু এই তর্কের মধ্যে ” ক্যা ক্যা ছি ছি” মেগাহিট।





























































































































