শহরজুড়ে রমরমা “জাম্বো” পেঁয়াজের! কোথা থেকে এল জানেন?

0
3

প্রায় মাস দুয়েক ধরে সারা দেশের পাশাপাশি কলকাতা শহর তথা গোটা রাজ্যজুড়ে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্তের হেঁশেলে আগুন। পেঁয়াজের দাম দিতে গেলে হাতে লাগছে ছেঁকা, চোখে আসছে জল। চাহিদার তুলনায় যোগান কম।

তারই মাঝে বাজারে হঠাৎ দেখা ‘’জাম্বো’ পেঁয়াজের। শহরের বিভিন্ন বাজারে যা ছড়িয়ে পড়েছে বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে, সিঁথি বাজার, মানিকতলা বাজার, হরিদেবপুর বাজার, গড়িয়াহাট বাজার, লেক মার্কেট, ল্যান্সডাউন মার্কেটে আপাতত দেখা মিলছে এই বিশেষ পেঁয়াজের।

কিন্তু কোথা থেকে এল এই জাম্বো পেঁয়াজ? কেউ কেউ দাবি করছেন, তুরস্ক থেকে আনা হয়েছে এই বিশেষ ধরণের পেঁয়াজ। যা আকারে সাধারণ পেঁয়াজের তুলনায় অনেকটাই বড়। ওজনও প্রায় দশগুণ বেশি।

তবে দাম কিছু কম নয়। সেই ১৪০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে জাম্বো পেঁয়াজ। এদিকে আকার-ওজন বা দাম বেশি হলেও ঝাঁঝ অনেকটাই কম বলেই দাবি ক্রেতাদের।

আরও পড়ুন-এবার চেন্নাইতে CAA আন্দোলনের ঝড়, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ