ফের জামিনের আবেদন খারিজ ইন্দ্রানী মুখোপাধ্যায়ের

0
1

শিনা বোরা হত্যা মামলায় আজ, শনিবার ফের একবার ইন্দ্রানী মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করলো মুম্বইয়ের বিশেষ আদালত। তাঁর স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণ দেখিয়ে তিনি এই জামিনের আবেদন করেছিনেল ইন্দ্রানী। আদালত রায়ে জানিয়েছে, গতবার আবেদনের পর থেকে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। তাই এই আবেদন এবারও খারিজ করা হল।

আরও পড়ুন-রাজ্যে কেন NPR নয়? ক্ষুব্ধ রাজ্যপাল চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে