NRC-CAA নিয়ে আশঙ্কা প্রকাশ করে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি গোর্খা জনমুক্তি মোর্চার

0
4

দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা সভাপতি বিনয় তামাং-এর পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি, সিটিজেন অ্যামেন্ডমেন্ট আক্ট এবং এনআরসি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে চিঠিতে। সেখানে বলা হয়েছে যেভাবে দেশে নাগরিক সংশোধনী আইন করা হয়েছে তাতে গোপন অভিসন্ধি দেখছেন তাঁরা।

শুধুমাত্র তাই নয়, সাম্প্রতিক সময়ে গোর্খাদের বিদেশী কিংবা বহিরাগত বলে মন্তব্য সামনে উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গোর্খাদের নিয়ে সরকারের অবস্থান কী তা পরিষ্কার করে জানতে চাওয়া হয়েছে সেই চিঠিতে।

আরও পড়ুন-পাঠ্যক্রমে এবার ঢুকে পড়ছে কম্পিউটার শিক্ষা