পাঠ্যক্রমে এবার ঢুকে পড়ছে কম্পিউটার শিক্ষা

0
8

স্কুল শিক্ষায় ফিরছে কম্পিউটার। পঞ্চম শ্রেণি থেকেই রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার পড়ানো হবে, সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। ফলে নতুন বছরের জানুয়ারি মাস থেকেই রাজ্যের ৬৬হাজার স্কুলের মধ্যে প্রায় ১২হাজার স্কুলে কম্পিউটার শিক্ষা চালু হয়ে যাবে। কিন্তু কারা পড়াবেন? সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। কারণ নতুন কোনও শিক্ষক নিয়োগ না করে পাইলট প্রজেক্ট সফল হলে তবেই বাকি স্কুলেও কম্পিউটার পড়ানো শুরু হবে। একমাস আগেই রাজ্য সরকার জানিয়েছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রত্যেকটি স্কুলে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে। সিদ্ধান্ত বদল করে আপাতত পাইলট প্রজেক্ট করা হচ্ছে। সফল হলে ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত পড়ানো হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ এ ব্যাপারে পদক্ষেপ করা শুরু করেছে।

আরও পড়ুন-CAA-NRC-র সমর্থনে হাজারেরও বেশি বুদ্ধিজীবীর বিবৃতি