পরিস্থিতি স্বাভাবিক হতেই কৃষ্ণনগর-লালগোলা শাখায় চালু ট্রেন চলাচল

0
2

NRC এবং CAA নিয়ে সম্প্রতি রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন প্রান্তে বিক্ষোভ-অবরোধ-অগ্নিসংযোগ-হিংসাত্মক ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেল পরিষেবা। একের পর এক স্টেশন ভাঙচুর, রেল অবরোধ হয়েছে। সেই পরিস্থিতিতে প্রায় সপ্তাহখানেক বিভিন্ন শাখায় রেল চলাচল বিপর্যস্ত হয়েছে। বাতিল হয়েছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

গত চব্বিশ ঘন্টায় পরিস্থিতি কিছুটা স্বাববিক হয়েছে। তার একাধিক শাখায় ফের রুটিন মেনে চালু হচ্ছে রেল চলাচল। সেরকমই কৃষ্ণনগর-লালগোলা শাখায় ফের চালু হল ট্রেন চলাচল। আজ শনিবার ভোরে ৩১৭৬৫ আপ ট্রেনটি রাণাঘাট থেকে ছেড়ে কৃষ্ণনগর পর্যন্ত যায়। ট্রেনটি সকাল ৯টা ১৬মিনিটে সেখানে পৌঁছায়। পূর্ব রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, আজ ২ জোড়া ট্রেন ওই শাখায় চলাচল করবে।

আরও পড়ুন-ফের জামিনের আবেদন খারিজ ইন্দ্রানী মুখোপাধ্যায়ের