এবার লকারে রাখা আপনার সোনার উপরও নজর পড়লো মোদি সরকারের। লকারবন্দি, সুরক্ষিত এবং অব্যবহৃত সোনা কীভাবে কাজে লাগানো যায় তার পরিকল্পনা শুরু করেছে সরকার। কাগজে-কলমে বলা হবে অর্থনীতির কাজে লাগানো হবে, কিন্তু বাস্তবে যে কী হবে তার ছবি পরিস্কার নয়। ভারতে প্রতি বছর ৮০০-১০০০টন সোনার চাহিদা রয়েছে। এই কারণে বাইরে থেকে আমদানি করতে হয়। সরকারি হিসাব মতে ২০হাজার টন সোনা অব্যবহৃত অবস্থায় কিংবা ব্যক্তিগত সঞ্চয় পড়ে রয়েছে। সরকার এর আগে গোল্ড মানিটাইজেশন স্কিম শুরু করেছিল। যেখানে সোনাকে বন্ধক রেখে অর্থনৈতিক লেনদেন করা যেতে পারে। কিন্তু সেই স্কিম ব্যর্থ হওয়ায় এবার নতুন পথ নিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই স্কিমের নতুন মাথা। বর্তমান বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে সোনাকে কাজে লাগানোর পরিকল্পনা শুরু করেছেন তিনি। ইতিমধ্যে জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের বৈঠকে প্রস্তাবও দিয়েছেন পীযূষ। কিন্তু আমজনতা এই প্রকল্পে কীভাবে নেবে, সে নিয়ে চিন্তিত ও অনিশ্চিত কেন্দ্রীয় সরকার।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































