গোয়েন্দা রিপোর্ট, নবান্নের আশঙ্কা এবার ভোটার তালিকা সংশোধনে কারচুপি

0
5

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আন্দোলনের মাঝেই এবার নতুন আশঙ্কা নবান্নের। ভোটার তালিকা সংশোধনে এবার কারচুপির আশঙ্কা করা হচ্ছে, এবং বাদ দেওয়া হতে পারে বহু নাম। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে জেলাশাসকের ফোন করেন মুখ্যসচিব। স্পর্শকাতর’ এলাকাগুলির উপর নজরদারির নির্দেশ দিয়েছেন।

কেন এই আশঙ্কা? কারণ এই মুহূর্তে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এই সংশোধনের সময় বহু নাম বাদ পড়তে পারলে পারে বলে গোয়েন্দারা রাজ্য সরকারকে জানিয়েছে। মুখ্যসচিব রাজীব সিনহা জেলাশাসকদের এ ব্যাপারে সতর্ক করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই বঙ্গের জেলাশাসকদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ দেন। আজ, শুক্রবারও সতর্ক থাকতে বলা হয়েছে। স্পর্শকাতর এলাকায় মনিটরিং চালাতে বলা হয়েছে। মুখ্যসচিব তাঁর জেলা সফর বাতিল করেছেন। দেউচা পাচামি কয়লা খনি এলাকায় তাঁর যাওয়ার কথা ছিল। আপাতত তিনি কলকাতা ছাড়ছেন না।