রামচন্দ্র গুহ আটকের ঘটনায় প্রতিবাদ সব মহলে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

0
7

বেঙ্গালুরুতে সিএএ-র প্রতিবাদ মিছিল থেকে আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। রীতিমতো টেনে-হিঁচড়ে তাঁকে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় সারা দেশ নিন্দায় মুখর। ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “এই সরকার পড়ুয়াদের ভয় পায়। ভারতের একজন প্রখ্যাত ইতিহাসবিদকে নিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি সংবাদমাধ্যমে কথা বলতে দেখে সরকার ভয় পেয়েছে। রামচন্দ্র গুহর আটকের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যাঁরা আটক হয়েছেন তাঁদের প্রতি সহমর্মিতা জানাই”।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রামচন্দ্র গুহ আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পবিত্র সরকার, সুগত বসু, অভিরূপ সরকার সহ শিক্ষাবিদরা। প্রতিবাদ করার অধিকার সবার আছে। যাঁরা রামচন্দ্র গুহর মতো ইতিহাসবিদকে ওইভাবে টেনেহিঁচড়ে গাড়িতে তোলে, তারা জানেই না কার সঙ্গে তারা এ ধরনের ব্যবহার করছে। প্রতিক্রিয়ায় জানান ক্ষুব্ধ বুদ্ধিজীবীরা।

আরও পড়ুন-বিশ্বের সব থেকে ধনী ইউটিউবারের বয়স জানেন? মাত্র আট বছর!