থমথমে রাজধানীতে মিছিলে নিষেধাজ্ঞা, অনড় বামেরা

0
3

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে বামেদের বিক্ষোভে কর্মসূচিতে বাধা রাজধানীতেই। মিছিলের কোনও অনুমতিই দেওয়া হয়নি বাম সংগঠনগুলিকে। রেড ফোর্টের কাছে কোনও বড় জমায়েত করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভ মিছিল রুখতে পুলিশবাহিনী টহল দিচ্ছে। মিছিল শুরু হতেই বাধা দেয় পুলিশ। আটক করা হয় সিপিআই নেতা ডি রাজাকে।

গত কয়েকদিন ধরেই দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও তার সংলগ্ন এলাকায় সিএএ বিরোধিতা ক্ষোভের আগুন জ্বলছে। বুধবার থেকে বিক্ষোভ ছড়ায় পুরনো দিল্লি ও পূর্ব দিল্লিতেও। বৃহস্পতিবার সকালেও থমথমে পরিস্থিতি দিল্লিতে। যান চলাচল প্রায় বন্ধ। অশান্তি এড়াতে ১৪টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে দিল্লি মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।

রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দিয়েছে। যার জেরে রাজধানীর রাজপথে তীব্র যানজট। কিন্তু এই পরিস্থিতিতেও ঘোষণা কর্মসূচি থেকে সরছে না বামেরা। নির্দিষ্ট সময়ই তাঁর মিছিল শুরু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন বাম নেতৃত্ব।

আরও পড়ুন-প্রতিবাদীর মৃত্যুতে বিক্ষোভ, এলাকায় শোকের ছায়া