নবীন বরণ নয়, কলেজে এনআরসি-সিএএ বিরোধী সেমিনারের নির্দেশ পার্থর

0
3

শুধুমাত্র নবীন বরণ করে নয়, কলেজে কলেজে NRC-CAA বিরোধী সেমিনারের নির্দেশ দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রানি রাসমণি রোডে NRC-CAA বিরোধী মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্যকে এদিন এমনটাই নির্দেশ দেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল মহাসচিব এদিন বলেন, “ছাত্র-যুবদের এগিয়ে আসতে হবে, যাঁরা আমাদের দেশের কৃষ্টি-সংস্কৃতিকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে পথে নামতে হবে। যারা ধর্মভিত্তিক বিভাজন করছে, সংখ্যা দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এবং সেই দায়িত্ব ছাত্র-যুবদেরই কাঁধে তুলে নিতে হবে।”

আরও পড়ুন-দেশজোড়া প্রতিবাদের তীব্রতা বাড়ছে, জারি ১৪৪ ধারা, আটক বহু