সিএএ-র বিরোধিতায় বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র লখনউ

0
6

সিএএ-র বিরোধিতায় বিক্ষোভ মিছিল ঘিরে অশান্ত উত্তর প্রদেশে। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে লখনউ। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়। পরপর বাইকে আগুন ধরান বিক্ষোভকারীরা। সরকারি বাসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিশ ফাঁড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বৃহস্পতিবার, বেশ কিছু সংগঠনের তরফ থেকে মিছিলের আয়োজন করা হয়। এতে সামিল হন সাধারণ মানুষও। বিক্ষোভ-মিছিল যত এগিয়েছে, তাতে পা মিলিয়েছেন পথচারী এবং বিভিন্ন অফিসের কর্মীরা। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই জানেন না নাগরিকত্ব সংশোধনী বিল কী। কিন্তু তাই নিয়েই তাঁরা বিক্ষোভে নেমেছেন।

আরও পড়ুন-সিএএ নিয়ে মমতাকে ‘পরামর্শ’ ধনকড়ের, এলাকা পরিদর্শনের ইচ্ছে প্রকাশ