এক ধাক্কায় দুদিনে পারদ নামল ৬ ডিগ্রি, আজ মরশুমের শীতলতম দিন

0
3

শীতের জন্য অপেক্ষা করিয়েছে অগ্রহায়ণ। কিন্তু পৌষ নিয়ে এলো জুবুথুবু শীত। বুধবারের পরে বৃহস্পতিবার নামলেও তাপমাত্রা ৩ ডিগ্রি। মঙ্গলবার কলকাতা তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি, বুধবার সেটা হয়েছিল ১৫.৪, আর বৃহস্পতিবার তাপমাত্রা পারদ নেমেছে ১১.৯ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত তিন দিনে তাপমাত্রা পতন হল ৬ ডিগ্রি। এটাই এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে।