জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গ্রেফতারি বা শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের উপর সুরক্ষার আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট। গত রবিবার জামিয়ায় ছাত্র-পুলিশ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের বিরুদ্ধে যাতে গ্রেফতারি বা অন্য কোনও ব্যবস্থা না নেওয়া হয় সেজন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। কিন্তু এধরনের কোনও সুরক্ষার নির্দেশ দিতে দিল্লি হাইকোর্ট রাজি হয়নি। এরপর একাংশের আইনজীবী আদালতের নির্দেশ লজ্জাজনক বলে মন্তব্য করেন।
এদিকে রবিবার জামিয়ার ঘটনার তদন্তে বিচারবিভাগীয় কমিশন গড়ার যে দাবি উঠেছে সে সম্পর্কে বৃহস্পতিবার পুলিশ, কেন্দ্র ও দিল্লি সরকারকে নোটিস পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট।
আরও পড়ুন-রামচন্দ্র গুহ আটকের ঘটনায় প্রতিবাদ সব মহলে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী































































































































