তিনদিনের রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচির পর আজ বৃহস্পতিবার ১৭ টি বামপন্থী ও সহযোগী দলের কেন্দ্রীয় মিছিল হবে কলকাতায়। এনআরসি ও সিএএ বিরোধী মিছিল মৌলালির রামলীলা পার্ক থেকে শুরু হয়ে এজেসি বোস রোড, মল্লিকবাজার, পার্কস্ট্রিট হয়ে পার্কসার্কাসে শেষ হবে। মিছিলে অংশ নেবে কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি জেলার বামপন্থী কর্মী-সমর্থকরা। আন্দোলনকারীদের বক্তব্য, দেশের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করা চলবে না। নাগরিকত্ব সংশোধনী আইন ধর্মীয় বিভাজন তৈরি করবে। ফলে তা বাতিল করতে হবে। আজকের মিছিলে থাকবে সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সহ আরও একাধিক বাম দল ও গণতান্ত্রিক সংগঠন।