পাটকাঠির স্তূপে জোড়া দগ্ধ দেহ এলো কীভাবে?

0
3

জোড়া দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বনগাঁর শিবপুর মণিগ্রামে। মঙ্গলবার, রাত তিনটে নাগাদ এলাকার একটি পরিত্যক্ত স্থানে পাটকাঠির স্তূপে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। সেই সময় দেখা যায়, পাটকাঠির স্তূপের পাশেই পড়ে রয়েছে এক মহিলার দগ্ধ দেহ। পাটকাঠি সরাতে মেলে এক পুরুষের দেহও। ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ ও দমকল।

স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা বছর ছেচল্লিশের তৃপ্তি মণ্ডল ও প্রসেনজিৎ বৈদ্য নামে এক যুবক নিখোঁজ। প্রসেনজিতের দাদা রণজিৎ বৈদ্যের অভিযোগ, তাঁর ভাইকে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক মাস ধরে তৃপ্তির সঙ্গে প্রসেনজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে রণজিৎ তাঁর ভাইকে বারবার বারণ করেছেন বলে জানান। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, তৃপ্তির পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হননি। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।