আজ মমতা হাওড়ায়, কলকাতাতেও বহু মিছিল

0
2

আজ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল হাওড়ায়। আর কলকাতাতেও একাধিক মিছিল বিভিন্ন সংগঠনের। ফলে বহু রাস্তা অবরুদ্ধ থাকবে। যানচলাচল ব্যাহত হবে। মৌলালি, সিআইটি রোড, পার্ক সার্কাস, ধর্মতলায় রাস্তা বন্ধ হবেই। তবে মিছিল শেষ হলে রাস্তা খুলে যাওয়ার কথা। মমতার মিছিলে হাওড়া ময়দান, হাওড়া সেতু, ব্রেবোর্ণ রোড সব আটকে যাবে। ফলে স্টেশনমুখী জনতাকে হাতে সময় নিয়ে বেরোতে হবে।