ইতিমধ্যেই সিএএ ও এনআসি-র বিরোধিতায় সরব হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় হিংসাও ছড়ায়। এর পক্ষে-বিপক্ষেও জনমত গড়ে উঠেছে। এবার এই নিয়ে মুখ খুললেন কলকাতার মহারাজের তরুণী কন্যা সানা গঙ্গোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খুশবন্ত সিংয়ের লেখা ‘The End of India’ বইটি থেকে একটি উদ্ধৃতি পোস্ট করেন তিনি। তাতে বলা হয়েছে, “প্রত্যেক ফ্যাসিস্ট শক্তিই কোনও একটি জাতি বা সম্প্রদায়ের বিরুদ্ধে প্রথমে ভীতির সৃষ্টি করে। এটা একটি গোষ্ঠীর দিয়ে শুরু হলেও, সেখানেই থেমে থাকে না। যাঁরা ভাবছেন, আমরা হিন্দু আমাদের কী বিপদ? যা সমস্যা সব তো মুসলিমদের। মোটেও ভাববেন না আপনি বেঁচে গিয়েছেন। ইতিমধ্যেই বাম মনস্ক ইতিহাসবিদদের টার্গেট করা শুরু করেছে সঙ্ঘ পরিবার। এর পরে হয়তো যে মেয়েরা স্কার্ট পরেন, তাঁদের উপর ঘৃণা আছড়ে পড়বে। যাঁরা মাংস খায়, যাঁরা মদ্যপান করে, তাঁদেরকেও টার্গেট করা হবে”।

এভাবেই প্রকাশ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করেন বিসিসিআই প্রেসিডেন্টের কন্যা। ইনস্টাগ্রামে পোস্টের কিছুক্ষণ পরেই অবশ্য তা ডিলিট করে দেন সানা। তবে, তার মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মতে, খুশবন্ত সিংয়ের বইয়ের উদ্ধৃতি দিয়ে নব প্রজন্মের তরুণী বোঝাতে চেয়েছেন, মোদি সরকারের আমলে ভারতে কেউই নিরাপদে নেই।






























































































































