” ছোট ঘটনা” ! মমতার মন্তব্যটি ছাপল না বাংলা কাগজ

0
5

মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছিলেন,” রেলে দুএকটি ছোট ঘটনা ঘটেছে। তার জন্য রেল বন্ধ করে রাখা হয়েছে। এতে মানুষের সমস্যা হচ্ছে। রেলের নিরাপত্তার দায়িত্ব রেলের। আমরা তবু সাহায্য করছি।”

মুখ্যমন্ত্রীর এই দুএকটি “ছোট ঘটনা” মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। একাধিক টিভি চ্যানেল ও ওয়েব মিডিয়ায় এই বক্তব্য দেখা যায়।

বিস্ময়করভাবে বুধবার অধিকাংশ বাংলা কাগজে রেল চালুর আর্জি নিয়ে মমতার খবর থাকলেও ” দুএকটি ছোট ঘটনা” বাক্যটি পুরোপুরি ব্ল্যাক আউট করা হয়েছে।