ব্রিটিশদের লুণ্ঠনের ইতিহাস লিখে সাহিত্য অকাদেমি পুরস্কার জিতে নিলেন শশী থারুর। ‘অ্যান এরা অব ডার্কনেস’ (An Era Of Darkness) বইয়ের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন তিনি।
ব্রিটশ শাসনের অন্ধকার দিক নিয়ে ‘অ্যান এরা অব ডার্কনেস’। ব্রিটিশ শাসনকালে দেশ যেভাবে তার নিজস্ব গরিমা হারিয়েছিল তার সবকিছুই তুলে ধরা হয়েছে এই বইতে। দেশজ বস্ত্র উৎপাদন, বাণিজ্য সব ক্ষেত্রেই যেভাবে প্রভাব বিস্তার করছিল ব্রিটিশরা পুঙ্খনুপুঙ্খভাবে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই বইতে। চলতি বছর সাহিত্য অকাদেমি পুরস্কারের জন্য নির্বাচিত সাতটি বইয়ের মধ্যে নন-ফিকশন বিভাগে নির্বাচিত হয় শশী থারুরের লেখা এই বইটি। আগামী বছর ২৫ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে কংগ্রেস সাংসদের হাতে।































































































































