আইন এবং আন্দোলনে দেশ তোলপাড়।
রোজ ঘটনার ঘনঘটা।
সোনিয়া, প্রিয়াঙ্কাও নামতে হয়েছে।
অথচ তিনি ফের বিদেশে।
শনিবারই রামলীলা ময়দানে গরমাগরম ভাষণ দিয়েছেন।
তারপর উধাও।
তিনি রাহুল গান্ধী।
তাঁরই টুইট থেকে জানা গেল তিনি দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। তাদের প্রধানমন্ত্রী লি নাক ইয়নের সঙ্গে বৈঠক করছেন। রাহুলের শিবির বলছে ‘অফিসিয়াল’ সফর। কিন্তু তার ব্যাখ্যা পাওয়া যায় নি।
তিনি ফিরবেন শুক্র কিংবা শনিবার।
এদিকে আবার বড়দিন ও নববর্ষের ছুটিতে বিদেশ যেতে পারেন বলে রটনা।
কংগ্রেস নেতা ও কর্মীরা বিরক্ত। সোনিয়া যখন ফের রাহুলকেই সভাপতি করার প্রস্তুতি নিচ্ছেন, তখন রাহুলের এসব কাজে ভুল বার্তা যাচ্ছে।
বিজেপি নেতারা কটাক্ষ বাড়িয়ে দিয়েছেন।





























































































































