এদিকে যখন নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র বিরোধিতায় উত্তাল রাজ্য রাজনীতি, তখন তার সমর্থনে মতুয়া সমাজের ডাকা মিছিলে পা মেলালেন বহু মানুষ। নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে শান্তনু ঠাকুরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার, উত্তর চব্বিশ পরগনার চণ্ডীতলার জলাপাড়ায় বিজেপির সাংগঠনিক প্রাক্তন সভাপতি সুমন ঘোষের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের তরফে মিছিল করা হয়।
আরও পড়ুন-কলকাতা পুরসভা এলাকায় এবার ড্রেন পরিষ্কার করবে ১০টি রোবট