আইসিসির বর্ষসেরা দলে ভারতের স্মৃতি, ঝুলন

0
3

আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেট দলে ওয়ান ডে আর টি টোয়েন্টি- দুটিতেই আছেন ভারতের স্মৃতি মান্ধানা। ৫১টি ওয়ান, ৬৬টি টি টোয়েন্টি, ২টি টেস্ট খেলেছেন তিনি। রান ৩৪৭৬. দারুণ ফর্মে আছেন।

আইসিসির ওয়ান ডে টিমে আছেন অলরাউন্ডার ঝুলন গোস্বামী।
দুটিতেই অধিনায়ক অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।