নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ নয়। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ৫৯ টি মামলা দায়ের হয়। বুধবার, মামলার শুনানি ছিল। আইনে স্থগিতাদেশ জারির আর্জি নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কেন্দ্রের জবাব তলব করেছে শীর্ষ আদালত। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ২২ জানুয়ারি।