সিএএ-র বিরুদ্ধে বর্ণাঢ্য মিছিল

0
18

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে কোচবিহারের জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। বুধবার, পথে নেমে বিক্ষোভ দেখায় তারা। তবে, গ্রেটার নেতা বংশীবদন বর্মন এনআরসিকে সমর্থন জানিয়েছেন। তাঁর কথায়, “১৯৭১ সালের পরে যাঁরা কোচবিহারে অনুপ্রবেশ করে, এতদিন পর্যন্ত বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন, তাঁদের রুখতে এনআরসি একান্ত প্রয়োজন”। কিন্তু ভারতভুক্তির চুক্তি অনুসারে কোচবিহারে সিএএ লাগু করতে গেলে অবশ্যই কোচবিহারবাসীর অনুমতির প্রয়োজন বলে মত তাঁর। কারণ, কোচবিহার মহারাজা নিয়ন্ত্রিত একটি রাজ্য ছিল। ভারত ভুক্তির চুক্তির মাধ্যমে কোচবিহার একটি জেলা হিসেবে বিবেচিত হয়। কোচবিহার মহারাজা ও ভারত সরকারের মধ্যে ভারতভুক্তির নিয়ে বেশ কিছু নিয়ম ও চুক্তি হয়েছিল। এই বিষয়ে রাজনীতি বন্ধ করে সাধারণ মানুষের স্বার্থে কাজ করুক সরকার, সেই দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-বিক্ষোভের সময় দোকানে ভাঙচুর করল কে? বিস্ফোরক অভিযোগ দিল্লির ব্যবসায়ীর