কলকাতা পুরসভা এলাকায় এবার ড্রেন পরিষ্কার করবে ১০টি রোবট

0
6

এবার পুরসভা এলাকায় নর্দমা ও ড্রেন পরিষ্কারের জন্য অভিনব উদ্যোগ নিলো কলকাতা কর্পোরেশন। এখন থেকে পুরসভার সাফাই কর্মীদের সঙ্গে নর্দমা ও ফরেন পরিষ্কারের কাজে হাত লাগবে রোবট। পুরসভা সূত্রে খবর, প্রায় দেড় কোটি টাকা খরচ করে প্রাথমিকভাবে ১০টি রোবট কিনছে কলকাতা পুরসভা। এক একটি রোবটের দাম ১৫ লক্ষ টাকা।
আগামী দিনে এই রোবটের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

কিন্তু কেন এই রোবটের ব্যবস্থা? জানা গিয়েছে, কলকাতার বেশ কিছু এলাকায় ৬ ফুট বা তার কম মাপের লেন রয়েছে। সেখানে বর্তমান মেশিনগুলি কাজ করতে পারে না। মূলত, সেখানেই এই রোবটগুলিকে ম্যানহোল খুলে নর্দমা পরিষ্কারের কাজ করানো হবে।

মূলত, কেরলের পুরসভার অলিগলিতে এই রোবট ব্যবহার করে নর্দমা পরিষ্কারের কাজ করা হয়। সেখানকার যে সংস্থা এই রোবট তৈরির কাজ করে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয় কলকাতা পুরসভার তরফে। তাদের থেকেই প্রাথমিকভাবে ১০টি রোবট নিচ্ছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন-নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ নয়: সুপ্রিম কোর্ট