“গত কয়েকদিন দুএকটা ছোট ছোট ঘটনা ঘটেছে। তার জন্যে রেল বন্ধ করে রেখেছে কেন্দ্র। রেলের নিরাপত্তার দায়িত্ব তাদেরই। আমাদের নয়। তবু আমরা সাহায্য করেছি। অনেককে গ্রেপ্তার করেছি।” বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।
পাল্টা দিলীপ ঘোষ বলেছেন,” যা যা হল সেগুলো ছোট ঘটনা? বাস, ট্রেন, স্টেশনে হামলা, আগুন ছোট ঘটনা? তাহলে বড় ঘটনা কাকে বলবেন?”
আরও পড়ুন-মুশারফের সাজা ঘোষণা তো হল, কার্যকর করা যাবে কি? জানালেন ওমপ্রকাশ মিশ্র