নেতাদের দূরে রেখে নয়া ঘেরাটোপে মিছিলে মমতা

0
8

সোমবারের পর মঙ্গলবারও। পরপর দুদিনের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল নয়া স্টাইলে। সংগঠনের নেতা, পদাধিকারীদের পরিচিত মুখগুলি যারা মমতার মিছিলে থাকেন, তাদের এবার অনেকটা পিছনে রেখে আলাদা এগিয়ে ছিলেন মমতা। সোমবার তাঁর সঙ্গে ছিলেন খেলোয়াড়রা। আর দুএকজন ধর্মীয় নেতা। অভিনেতা সোহম। মঙ্গলবারও তার পুনরাবৃত্তি। শুধু যোগ মিমি, নুসরত। এরা যত না সাংসদ হিসেবে, তার চেয়ে বেশি তারকা হিসেবে। যদুবাবুর বাজারে মঞ্চে দেখা গেছে স্থানীয় সাংসদ মালা রায়কে। ভাষণ দেন সৌগত রায়। এর বাইরে সব নেতা, বিধায়ক, সাংসদ, পুরপিতা, যুব ও ছাত্রনেতা, পদাধিকারীরা নেত্রীর থেকে অনেক পিছনে। সূত্রের খবর, বিশেষ কারণে পরিকল্পিতভাবেই এই নতুন স্টাইলে নয়া আইনের বিরুদ্ধে আন্দোলন করতে চাইছেন মমতা।

আরও পড়ুন-জামিয়া-আলিগড়ের পড়ুয়াদের আর্জি হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট