“নির্বাচনে ভোটদাতারা স্রেফ একটি রাজনৈতিক দলকে একটি ‘স্থায়ী’ সরকার গড়ার অধিকার দেয়৷ 1952 থেকে বিভিন্ন দলকে ‘শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা’ দিয়েছে জনতা, কিন্তু কোনও দল 50 শতাংশ ভোটই পায়নি৷ তাই একে দেশের সংখ্যাগরিষ্ঠ মতদাতার মতামত বলা যায় না৷”
নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ চলাকালীনই এ কথা জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ দিল্লিতে ‘অটল বিহারি বাজপেয়ী দ্বিতীয় স্মারক বক্তৃতা’-য় প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, “নির্বাচনে গাণিতিক সংখ্যাগরিষ্ঠতা স্থায়ী সরকার গড়ার অধিকার দেয়। জনপ্রিয় সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাগরিষ্ঠের সরকার হয়ে উঠতে দেয় না। এটাই সংসদীয় গণতন্ত্রের বার্তা এবং সারাংশ”।
প্রাক্তন রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, 1952 থেকে বিভিন্ন দলকে ভোটাররা শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে জনতা, কিন্তু কোনও দলই 50 শতাংশ ভোটও পায়নি।
গত লোকসভা নির্বাচনে মোট ভোটের 38 শতাংশ ভোট পেয়েছে বিজেপি৷ এখনও পর্যন্ত সবচেয়ে বেশী ভোট পাওয়ার রেকর্ড রয়েছে কংগ্রেসের৷ 1989 সালে কংগ্রেস 39.5 শতাংশ ভোট পেয়েছিল। বর্তমানে লোকসভায় বিজেপির আসন সংখ্যা 303, কংগ্রেসের দখলে রয়েছে 52টি।





























































































































