শান্তিনিকেতনে পৌষমেলা শুরু হতে বাকি হাতে গোনা কয়েকদিন। কিন্তু এখনও অনলাইনে স্টল ও স্পট বুকিং নিয়ে বিশ্বভারতীর সঙ্গে বোলপুর ব্যবসায়ী সমিতির রফা সূত্রে মেলেনি। এই পরিস্থিতিতে বিশ্বভারতীর অনুমতি ছাড়াই ভুবনডাঙার মাঠে “পৌষমেলা বাঁচাও কমিটি”র ফ্ল্যাগ টাঙিয়ে, বাঁশ ফেলে, দোকান তৈরির কাজ শুরু করে দিয়েছে বোলপুর ব্যবসায়ী সমিতি। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এরপর ব্যবসায়ী সমিতির আবেদন মতো আরও ৫ শতাংশ ছাড় দিয়ে মোট ৫৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। কিন্তু আবেদন অন লাইনেই করতে হবে।
অন্যদিকে, বোলপুর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সুনীল সিং অভিযোগ করেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ সত্য গোপন করছে। আগের বছরের থেকে রেট বহুগুণ বাড়িয়ে ৫৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ৭০শতাংশ ছাড় এবং সিকিউরিটি মানি বাদ দেওয়ার দাবি জানিয়েছে তারা।
সংগঠনের কোষাধ্যক্ষ সুব্রত ভক্ত জোরের সঙ্গে বলেন, জায়গা বিশ্বভারতীর হলেও, তাঁরা মেলা করবেনই। তাঁর অভিযোগ উপাচার্য এবং আধিকারিকরা মেলা বন্ধ করতে চাইছেন। তাঁরা শতাব্দী প্রাচীন পৌষমেলা উঠতে দেবেন না বলে জানান তিনি।