NRC ও কেন্দ্রের নতুন আইন CAA-এর বিরুদ্ধে সোমবারের পর মঙ্গলবার ফের পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দক্ষিণ কলকাতার মিছিল শুরু হয়েছিল যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে ভবানীপুর যদুবাবুর বাজার পর্যন্ত। সেই মিছিল শুরু হওয়ার আগে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের কড়া নিন্দা করেন মুখমন্ত্রী।
তাঁর কথায়, “জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে নৃশংসভাবে মারধর করেছে ওরা।’’ CAA–এর প্রতিবাদ করায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর এমন অত্যাচার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই ধরনের কাজ কীভাবে কোনও সরকার করতে পারে। জামিয়া মিলিয়া ছাত্রছাত্রীদের সমর্থনে যাদবপুরে হওয়া ছাত্রবিক্ষোভের পাশেও দাঁড়িয়েছেন মুখমন্ত্রী।
আরও পড়ুন-CAA নিয়ে ফের রণক্ষেত্র দিল্লির রাজপথে, বন্ধ ৭ মেট্রো স্টেশন































































































































