পোশাক তরজায় মোদিকে জবাব মমতার

0
10

পোশাক দেখেই নাকি খারাপ ভালো চেনা যায়। তাহলে আমার পোশাক দেখে কী মনে হচ্ছে? এটা কি খারাপ পোশাক? নাম না করে পোশাক তরজায় মোদিকে জবাব তৃণমূল নেত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “পোশাক দেখলেই বোঝা যাচ্ছে কারা আন্দোলন করছে!” মঙ্গলবার যাদবপুর থেকে মিছিল শুরু হওয়ার আগে সেই পোশাক প্রসঙ্গ টেনেই নাম না করে মোদীকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “পোশাক দেখলেই কে ভাল আর কে খারাপ বোঝা যায় না কি? যাঁরা টুপি পরেন তাঁরা সবাই খারাপ আর যাঁরা পরেন না তাঁরা সবাই ভাল?” এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন, “ওরা ধর্ম, পোশাক দিয়ে মানুষকে আলাদা করতে চাইছে। আমাদের এক হয়ে থাকতে হবে। বাংলায় আমরা মানুষের মধ্যে ভেদাভেদ করতে দেব না, দেব না, দেব না।”

এ দিনের মিছিলে উপস্থিত রয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহানও। তাঁদের পাশে নিয়ে মমতা বলেন, ‘‘বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছি। সংখ্যার জোরে আইন পাশ করানো যায়। মানুষের সমর্থন না পেলে কার্যকরী হয় না। সংবিধান মেনে নাগরিকত্ব আইন হয়নি। কবে বিল পাশ হবে, আগে জানানো হয়নি। না জানায় অনেক সাংসদ পৌঁছতে পারেননি’’

আরও পড়ুন-শপথবাক্য পাঠ, শঙ্খধ্বনি দিয়ে শুরু দক্ষিণের মিছিল