মমতার মামার বাড়ির ধানের গোলায় আগুন দুষ্কৃতীদের

0
4

মুখ্যমন্ত্রীর মামার বাড়ি বীরভূমের কুসুম্বা গ্রামে মুখার্জিবাড়ির ধানের পালুইতে আগুন দিয়ে পালালো দুষ্কৃতীরা। আশেপাশে অন্য বাসিন্দাদের পালুই থাকলেও সেগুলি বাদ দিয়ে বেছে বেছে এদের চারটিতে আগুন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় বলেন,” কেউ আগুন লাগিয়েছে। প্রায় একশ কুইন্টাল ধান পুড়ে গেছে।” খবর পেয়ে ছুটে যান মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। পুলিশ তদন্ত করছে। কিন্তু কারা আগুন লাগানো তার কোনো সাক্ষী নেই। কারণটাও বোঝা যাচ্ছে না।