আচমকা বৈশাখীর ইস্তফা গ্রহণ শিক্ষামন্ত্রীর

0
3

টানাপোড়েনের মধ্যে আচমকাই ভারপ্রাপ্ত অধ্যক্ষা হিসেবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত ১৪ অগাস্ট বান্ধবী বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার আগেই মিল্লি আল-আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা পদ থেকে ইস্তফা দিতে চান বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলেও সূত্রের খবর। কিন্তু শিক্ষামন্ত্রী সে ইস্তফা গ্রহণ করেননি। উলটে যে সব অভিযোগ তুলে তিনি ইস্তফা দিতে চেয়েছিলেন, সেই অভিযোগের তদন্তের আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু অভিযোগের তদন্ত না হওয়ায় ফের ৫ ডিসেম্বর ই-মেলে পদত্যাগ পত্র পাঠান বৈশাখী। এবারও কলেজের সমস্যার সমাধান দ্রুত করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। কিন্তু ১২ দিনের মাথায় আচমকাই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গৃহীত হয়েছে বলে জানানো হল। নতুন টিচার ইনচার্চ নিযুক্ত হয়েছেন পারভিন কউরকে।
সম্প্রতি বেশ কিছু ঘটনার জেরে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলের ফেরার নিয়ে জল্পনা তৈরি হয়। তিনি আবার বান্ধবীকে নিয়ে দলে ফিরবেন এটাই মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু বৈশাখীর পদত্যাগ গৃহীত হওয়ার পরে সেই সম্ভবনা ফের প্রশ্নের মুখে।