নাগরিকত্ব আইন নিয়ে ভয় দেখিয়ে মিথ্যা প্রচারে হিংসা ছড়ানো হচ্ছে, ফের সতর্ক করলেন মোদি

0
3

নাগরিকত্ব সংশোধনী আইনে ভারতীয় নাগরিকদের কোনও অধিকার চলেও যাবে না, কারুর কোনও ক্ষতিও হবে না। তা সত্ত্বেও আইন সম্পর্কে মিথ্যা ও মনগড়া ব্যাখ্যা দিয়ে উসকানিমূলক প্রচার করছে কংগ্রেস ও সহযোগী দলগুলি। তারা দেশে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। মঙ্গলবার ঝাড়খণ্ডের নির্বাচনী সভা থেকে ফের এভাবেই দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, ভারতীয় মুসলিমদের ইচ্ছে করেই ভুল বোঝানো হচ্ছে। প্ররোচনা দিয়ে দেশজুড়ে হিংসা ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য মুসলিম সমাজ ও ছাত্র-যুবদের ভুল বোঝাচ্ছে। নতুন আইনকে ভয় দেখানোর অস্ত্র হিসাবে কাজে লাগানো হচ্ছে। মোদির কথায়, দেশের সংবিধানই সবচেয়ে পবিত্র বই। ছাত্র-যুবদের বলব কারুর উসকানিতে ভুল বুঝে হিংসার পথ নিও না। রাজনীতি নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক সব চলতে পারে কিন্তু হিংসা নয়। এই পথ ছাড়তে হবে। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল ও শহুরে নকশালরা ছাত্রদের কাঁধে বন্দুক রেখে নিজেদের স্বার্থপূরণের চেষ্টা করছে। এর থেকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন-হিংসা-অবরোধ ছেড়ে শান্তির পথে প্রতিবাদের ডাক মমতার