নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে বুধবার কলকাতার ধর্মতলায় প্রতিবাদসভার ঘোষণা করেছে এআইএমআইএম বা মিম। তবে এই সভার জন্য তারা কোনও অনুমতি নেয়নি বলেই লালবাজার সূত্রে খবর। সাম্প্রতিক সময়ে এই সভার অনুমতি পুলিশ দেবে না বলে রাজনৈতিক পর্যবেক্ষকের অনুমান। তবে মিমের পক্ষ থেকে এক মুখপাত্র জানিয়েছেন, তাদের দল শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষপাতী। প্রতিবাদের নামে তান্ডব, অগ্নিসংযোগের ঘটনা তারা সমর্থন করে না। সোমবার কোচবিহার শহরে CAA-NRC বিরোধী প্রতিবাদ মিছিল করে সাংসদ আসাউদ্দিন ওয়েসির দল মিম। আগামী জানুয়ারিতে ওয়েসির ব্রিগেড সমাবেশের প্রস্তুতি চলছে বলেও খবর।






























































































































