রেলের এই বিপুল ক্ষতির দায় নেবে না কেন দুষ্কৃতীরা?

0
2

গত তিনদিনে রেলের উপর আক্রমণে যে বিপুল ক্ষতি হয়েছে, তার দায় কে নেবে? এ নিয়ে প্রশ্ন উঠছে। স্টেশন, ট্রেন, লাইন, সিগনাল, সবেতেই ক্ষতি। একদল দুষ্কৃতী বাধাহীনভাবে তাণ্ডব চালিয়েছে। একদিকে আর্থিক ক্ষতি। অন্যদিকে মেরামত করার সময়। জানা গেছে, রেল মন্ত্রক রাজ্যের কাছে তালিকা ধরিয়ে ক্ষতিপূরণ চাওয়া যায় কি না, আইনি দিক খতিয়ে দেখছে।