নির্ধারিত সময়ের পরে পেরিয়ে গিয়েছে ২ঘণ্টা। কিন্তু রাজ্যপালে ডাকে রাজভবনে যাননি রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। রাজভবন সূত্রে খবর, প্রশাসনিকের দুই শীর্ষ আধিকারিককে ডেকে পাঠিয়েছিলেন জগদীপ ধনকড়। কিন্তু তাঁদের যাওয়া নিয়ে তখন থেকেই দোলাচল দেখা যায়। কারণ, এর আগেও রাজ্যের সাংবিধানিক প্রধানের ডাকা প্রশাসনিক বৈঠক এড়িয়ে গিয়েছিলেন জেলার উচ্চ পদস্থ আমলারা। সেক্ষেত্রে রাজীব সিনহা ও বীরেন্দ্র যাবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়। আর বেলা বাড়তে দেখা গেল দুজনের কেউই বারোটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেখানে পৌঁছননি।