সবমহল থেকে শান্তির প্রবল আওয়াজ বাড়ছে। রাজনৈতিক দলগুলিও সক্রিয়। তাতে অন্য গোলমাল কমার চাপ বাড়ছে। তবে এর মধ্যেও মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগণার বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলমাল হয়েছে। লক্ষ্য সেই ট্রেন। রাস্তা অবরোধও হয়েছে। অবরোধ অবশ্য নিউটাউনসহ আরও বহু জায়গায় হয়েছে। তবে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণে আসছে বলে আশা করা হচ্ছে।