দেশ নাগরিকত্ব আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি বুধবার By EBBS Desk - December 16, 2019 0 2 FacebookTwitterPinterestWhatsApp নাগরিক আইন নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে শুনানি হবে। এই আইনের বিরোধিতায় ইতিমধ্যেই মামলা হয়েছে। আইনের মধ্যে থেকে আইনের বিরুদ্ধে লড়াই করার এটাই আইনসম্মত পথ। এখন সবাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে।