এ রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হচ্ছে না। এবং ডিটেনশন ক্যাম্প-এর জন্য কোনও জমিও চিহ্নিত করা হয়নি। এই তথ্য সম্পূর্ণ অসত্য। সোমবার একথা স্পষ্ট জানিয়ে দিলো নবান্ন।
রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘পশ্চিমবঙ্গে কোথাও কোনও ডিটেশনশন ক্যাম্প হবে না। সেজন্য জমি চিহ্নিত করার খবরও সঠিক নয়। নিউটাউন ও বনগাঁয় ডিটেনশন ক্যাম্প তৈরির খবর সম্পূর্ণ ভুয়ো।’
প্রসঙ্গত, সম্প্রতি নিউটাউন ও বনগাঁয় ডিটেনশন ক্যাম্প তৈরির খবর রটে যায়। আর এই খবরকে হাতিয়ার করে আন্দোলনে নামে সিপিএম-সহ বাম দলগুলি। বামেদের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের মধ্যে গোপন আঁতাঁত-এর অভিযোগ তোলা হয়। ইস্যুতে মিছিল করে বামেরা।
কিন্তু বামেদের সেই অভিযোগ উড়িয়ে নবান্ন বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি বা তার জন্য জমি চিহ্নিতকরণের খবর ভিত্তিহীন।
পাশাপাশি নবান্ন সূত্রে আরও খবর, রাজ্যে আপাতত জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ বা NPR হবে না।
আরও পড়ুন-জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে অবরুদ্ধ কলেজ স্ট্রিট