শপথ নিয়ে মিছিল শুরু মমতার

0
8

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরুর আগে বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে সামনের মঞ্চ থেকে সকলকে শপথবাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী। গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ উপায়ে মিছিল নির্দিষ্ট রাস্তা দিয়ে এগিয়ে কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের ডাকা হলেও মিছিলে সামিল হতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। দেশে যখন অশান্ত পরিবেশ, তখন রাজনীতির রং না দেখে সবাইকে একজোট হয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। মিছিলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। মিছিলে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বকসি, পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ, রাজ্য মন্ত্রিসভার সদস্য, তৃণমূল নেতৃত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রেডরোড দিয়ে নির্দিষ্ট রাস্তা ধরে মিছিল এগিয়ে চলেছে। শেষ হবে জোড়াসাঁকোতে।