দিল্লিতে বাস জ্বলার পর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রছাত্রীদের বেধড়ক মেরেছে পুলিশ। এমনকি লাইব্রেরিতে ঢুকেও মেরছে। ছাত্রদের অভিযোগ, বাইরের গোলমালে তাঁরা ছিলেন না। এদিকে পুলিশের এই মারধরের খবর ছড়াতেই সারা দেশে প্রতিবাদের ঝড়। বাংলার বহু বুদ্ধিজীবী, নেতারা এর নিন্দে করেছেন। একাধিক ছাত্র সংগঠন প্রতিবাদী কর্মসূচি নিচ্ছে।