তিনদিন ধরে যে অসভ্যতা আর গুন্ডামি হচ্ছে রেলের উপর, তার জেরে সবটা স্বাভাবিক হতে এক মাসও লাগতে পারে।
কারণ:
1) স্টেশনে আগুন, ক্ষতি।
2) ট্রেনের ক্ষতি।
3) লাইন উপড়ে ক্ষতি।
4) সিগনালসহ বহু সিস্টেম অচল।
5) কর্মীরা সারাতে যেতে পারছেন না। ক্ষতি কতটা হয়েছে, তার যথাযথ সমীক্ষাও হচ্ছে না।
6) সব সিস্টেম সারিয়ে চালু করা সময়সাপেক্ষ।
7) একটি জায়গা সারালেও তারপরেই পাশে অন্য জায়গায় ক্ষতির আশঙ্কা।
8) রেলকর্মীরা ভীত।






























































































































