২০১৯ প্রায় শেষ হয়ে এলো। নতুন বছরে পা রাখবো আমরা। কেমন যাবে ২০২০। অপূর্ণ আশা পূর্ণতা পাবে? অসম্পূর্ণ কাজ কি সম্পূর্ণ হবে? প্রেম পরিণতি পাবে তো? আর্থিক অবস্থার উন্নতি, চাকরিতে প্রোমোশন, ছেলেমেয়ের লেখাপড়া বা বিয়ে- এই সবের উত্তর দিয়েছেন রাজজ্যোতিষী পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। জানতে চোখ রাখুন