রাজ্যে সম্প্রীতি বজায় রাখার বার্তা ফুরফুরা শরিফে

0
2

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ফুরফুরা শরিফের পক্ষ থেকে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক। নাগরিকত্ব বিলের প্রতিবাদে বাংলার কয়েকটি জায়গায় বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে ফুরফুরা শরিফ থেকে শান্তির বার্তা নিয়ে এলাকায় মিছিল করা হয়। সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি, প্রতিবাদ মিছিল থেকে নরেন্দ্র মোদি ও অমিত শাহ বিরুদ্ধে শ্লোগান ওঠে।
রবিবার বিকেলে ফুরফুরা শরিফের দরবার থেকে তালতলা হাট পর্যন্ত মিছিল হয়। পরে তালতলার হাটে একটি সভা করা হয়। জমিয়েত বাংলার পক্ষ থেকে জাতীয় সম্পত্তি ধ্বংস না করে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করার ডাক দেওয়া হয়েছে।