বাংলাদেশে ফেলুদার স্বত্ব বিক্রি করেছেন সন্দীপ রায়। এনিয়ে নানা প্রশ্ন আর বিতর্ক। সন্দীপের সাফ কথা, ” আমি ওখানে প্রচুর গল্প দিয়েছি। আমার একার পক্ষে সব করা সম্ভব নয়। এতে গল্পগুলোও ছড়িয়ে যাবে। যাঁরা কাজ করবেন, তাঁরা সত্যজিৎ রায়কে জানেন। অন্যদের কাজে নাক গলাই না” তবে হ্যাঁ , সন্দীপ শর্ত দিয়ে খেয়াল রাখেন, ফেলুদা যাতে প্রেমে না পড়ে আর বিয়ে না করে। সন্দীপের কথায়,” শুধু এটুকুই খেয়াল রাখতে হয়।”