জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে অবরুদ্ধ কলেজ স্ট্রিট

0
3

কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লি, অসম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। ওই আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে রাজধানী দিল্লিও৷ গতকাল, রবিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে৷ এরপর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আটক করে পুলিশ।

তারই প্রতিবাদে কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় অল ইন্ডিয়া ডিএসও। এদিন কলকাতা ইউনিভার্সিটি হল থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা।

অন্যদিকে, তখন প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও বিক্ষোভ মিছিল করে। একইসঙ্গে, কলকাতা বিশ্ব বিদ্যালয়ের সামনে পথ আটকে বিক্ষোভ কর্মসূচি পালন করে এসএফআই।

lপ্রতিটি ছাত্র সংগঠনই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর এই পুলিশি নির্যাতনের প্রতিবাদে গোটা দেশজুড়ে সমস্ত ছাত্র সমাজকে গর্জে ওঠার বার্তা দেয়।

আরও পড়ুন-বিজেপি অবস্থানে নাজেহাল স্কুল পড়ুয়া থেকে যাত্রীরা