দুপুর থেকে অচল হবে মধ্য কলকাতা

0
6

 

একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল। ময়দানে রেড রোড থেকে জোড়াসাঁকো। বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধীর মূর্তি ছুঁয়ে বিশ্বকবির বাড়ি পর্যন্ত। ইস্যু এন আর সি এবং সি এ এর বিরোধিতা। সেই সঙ্গে শান্তি রক্ষার চেষ্টা। সম্প্রীতি রক্ষার আহ্বান।

এদিকে বামেরাও একই ইস্যুতে জমায়েত করছে। মিছিল হবে। দুটোর সময় রাজাবাজার থেকে মল্লিকবাজার মিছিল।

এদিকে কলেজ স্ট্রিটে ছাত্রদের জমায়েত। তাঁরা জামিয়া মিলিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ে পুলিশি আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ করবেন।

ফলে সব মিলিয়ে ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, শিয়ালদা, এপিসি রোডসহ সংলগ্ন এলাকায় যানচলাচল বিঘ্নিত হবেই।