সত্যিই গোলমালের সময় আদৌ ছিলেন বাদশা?

0
2

ফেস বুকে থাকা একটি পোস্টের সত্যতা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। একজন এই ছবিসহ পোস্ট করেছেন সাঁতরাগাছিতে গোলমালের সময় টুপি পরে সেখানে দেখা গেছে বাদশা মৈত্রকে। অভিনেতা বাদশা সিপিএম সমর্থক বলে পরিচিত। এখন প্রশ্ন হল ছবিটি কি আসল? সত্যিই ছিলেন বাদশা? এই লোকটিই কি বাদশা? কেন ওখানে ছিলেন তিনি? নাকি ছবিটি পুরো তৈরি করা? মিথ্যে? এনিয়ে চর্চা চলছে। পুলিশের নজরেও আনছেন একটি মহল। বাদশার ঘনিষ্ঠমহল বলছে অভিনেতাকে ঘিরে কুৎসা চলছে।

এই বিষয় নিয়ে এখন বিশ্ব বাংলা সংবাদ বাদশা মৈত্র সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। তিনি কিছু জানালে সেটাও প্রকাশ করব।